বনবাসে যেতে চান শ্রীলেখা!

বনবাসে যেতে চান শ্রীলেখা!

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। তবে এখন আর বিতর্কে জড়াতে চান না। সব ছেড়ে বনবাসে যাওয়ার কথা ভাবছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলেখা বলেন, জীবনে আর বিতর্ক চাই না। যথেষ্ট বয়স হয়েছে। ভেবেছি, এবার বনবাসে যাব। মূলত কিছুদিন আগে, জন্মদিন উপলক্ষে পার্টিতে আমন্ত্রিতদের নিয়ে মদ পান করেন অভিনেত্রী। সেই পার্টির ভিডিও দেখেই নেটিজেনরা কটাক্ষ করেন, সমালোচনার তীরে বিদ্ধ করেন তাকে। বিতর্কে হতাশ হয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। শ্রীলেখা বললেন, ‘কী পোস্ট করলাম, কী জামাকাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সাথে ছবি দিলাম- তা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়াল, আমার যা ইচ্ছা তাই করব। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভুলেও প্লিজ তা দেখবেন না। স্বামী-স্ত্রী নিয়ে সুখে-অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *