বন্ধু দিবসে শহীদের ‘বন্ধু ধন্যবাদ’

বন্ধু দিবসে শহীদের ‘বন্ধু ধন্যবাদ’

অনলাইন ডেস্ক :

দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট চট্টগ্রামের কৃতী সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। বন্ধু দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার গাওয়া মৌলিক গান ‘বন্ধু ধন্যবাদ’।

সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন নাহিদ। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। শনিবার (৬ আগস্ট) রাতে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ ২.০’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

বন্ধু দিবস উপলক্ষে করা হলেও গানটি সবসময় সবার ভালো লাগবে বলে মনে করেছেন শহীদ। গান প্রসঙ্গে শহীদ বলেন, ‘বন্ধুত্ব ব্যাপারটা আমাদের জীবনেরই অংশ। আর বন্ধুত্ব নিয়ে গান করতে পারাটা ভীষণ আনন্দের। প্রথম যখন গানের কথাগুলো দেখি, তখনই ভালো লেগে যায়।’

তিনি আরও বলেন, ‘গানটির সুর ও সংগীত মনের মতো হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে এর ভিডিও করতে পারিনি। বন্ধু দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে পারায় খুব ভালো লাগছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *