বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

অনলাইন ডেস্ক :

বন্ধ হয়ে যাচ্ছে ভারতের তুমুল জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। আগামী জুনে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে। ঠিক কী কারণে বন্ধ হচ্ছে তা জানা যায়নি। এ অনুষ্ঠানটি দেখার অপেক্ষায় থাকেন কোটি কোটি দর্শক। সামাজিকমাধ্যমেও এর ব্যাপক জনপ্রিয়। অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয় থেকে শুরু করে কঙ্গনা, কারিনারা নিয়মিতই ছবির প্রচারে আসেন। ছোটপর্দায় টানা ১০ বছর এই শো চললেও এই শো ঘিরে দর্শকের উত্তেজনার শেষ নেই। এরই মাঝে মন খারাপের সংবাদ। শোনা যাচ্ছে, জুনে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় শো। কী কারণে বন্ধ হচ্ছে শো, তা অবশ্য জানান যায়নি। এর আগে একবারই বন্ধ হয়েছিল এই শো। নানান কথা শোনা গেলেও অবশেষে জানা গিয়েছিল, কপিল শর্মার অসুস্থতার কারণেই বন্ধ হয় শো। তবে দ্য কপিল শর্মা শোয়ের বদলে শুরু হতে চলেছে ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন। দ্য কপিল শর্মা শোয়ের মতো ওই সেখানেও বিচারকের আসনে থাকবে অর্চনা পূরণ সিং, তার সঙ্গে থাকবেন শেখর সুমন। কপিল শর্মা শো বন্ধের খবরে স্বভাবতই মনখারাপ কপিলের ফ্যানেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *