বরিশালের মেয়েরা অনেক সুন্দরী বললেন জায়েদ খান

বরিশালের মেয়েরা অনেক সুন্দরী বললেন জায়েদ খান

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

শুক্রবার বিকেলে বরিশালের অশ্বনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন তিনি। যেখানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমি হামিদ।

এদিন তারকাদের আগমনী খবরে বিকেল থেকেই বরিশালের অশ্বিনী কুমার হলে ভিড় জমাতে থাকেন সাধারণ দর্শকেরা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরে নিজ কণ্ঠে গান ও নাচে দর্শকদের মাতিয়ে তোলেন জায়েদ খান। এসময় ডিগবাজিও দিতে দেখা যায় এই নায়ককে।

জায়েদ খান বলেন, আজ আমার দুৃবাইতে যাওয়ার ফ্লাইট ছিল। সেটি বাতিল করেছি ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্টে বরিশালে আসার নিমন্ত্রনে। এর একটাই কারণ, আমার বাড়ি বরিশালে। এখানে এসে মনে হয়নি যে তারকা হিসেবে এসেছি। এটি আমার জন্মভূমি, আমার মাটির টান। আমার বাড়ি পাশেই পিরোজপুরে। এখানে এসে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি সেজন্য খুব খুশি।

বরিশালের মেয়ে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে এই নায়ক বলেন, বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। বিয়ে করলেই তো আমার স্ট্যান্ডার্ড পরে যাবে। কয়েকদিন পরেই করি। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি, সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *