প্রথম যেদিন বিয়ের বাদ্য বেজেছিল, বরের বয়স ছিল ৫২, কনের ২৬। বয়সের ব্যবধান ২৬ বছর। এ নিয়ে নেটমাধ্যমে কত কটাক্ষ। সেসব ঝক্কি সামলে দুরন্ত গতিতে তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন। সবকিছু স্বপ্নের মতো মনে হলেও আসলে এটাই বাস্তব। বলা হচ্ছে, ভারতের অভিনেতা-সুপারমডেল মিলিন্দ সোমান ও তাঁর স্ত্রী অঙ্কিতা কোনোয়ারের কথা। রীতিবিরুদ্ধ সুখী দম্পতি তাঁরা। বয়সের ব্যবধানকে থোড়াই কেয়ার করেছেন। এর জন্য কম কটাক্ষ শুনতে হয়নি। দেখতে দেখতে তিন বছর সংসারযাপন হলো তাঁদের। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদন, এ যুগল তিন স্থানে তিন বার বিয়ে করেছেন। প্রথম বার মুম্বাইয়ের আলিবাগে, পরের বার স্পেনের এক জলপ্রপাতে স্বপ্নীল আয়োজনে আর তৃতীয় বার বিয়ে করেছিলেন ‘পৃথিবীর শেষ প্রান্তে’, সঙ্গে ছিল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন। গতকাল সোমবার (১২ জুলাই) এ দম্পতি তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com