অনলাইন ডেস্ক :
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে ভারতে স্বামী সৃজিত মুখাজীর্র সঙ্গে রয়েছেন। সম্প্রতি সৃজিত-মিথিলা দম্পতি নৈশভোজ সারলেন ভারতের বিখ্যাত গায়ক সোনু নিগমের বাড়িতে। রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সৃজিত।
সোনু-মধুরিমা দম্পতির সঙ্গে নৈশভোজ সারার কথা জানিয়ে সৃজিত লিখেছেন, সোনু নিগমের সঙ্গে আড্ডা, গান আর সুস্বাদু নৈশভোজ। সেই সঙ্গে সোনু-মধুরিমা, সৃজিত-মিথিলা দম্পতির একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, সৃজিত-মিথিলা মুম্বাইতে আছেন। শনিবার নৈশভোজে সোনু নিগমের বাড়িতে তাদের নিমন্ত্রণ ছিল। গান আর আড্ডায় খুব ভালো সময় কেটেছে তাদের।
জানা গেছে, সৃজিতের নির্মিত বেশ কয়েকটি ছবিতে সোনু নিগম গান গেয়েছেন। শেষ ছবি ‘গুমনামী’ তেও সোনু গান গেয়েছেন। একসঙ্গে কাজের সুবাদেই সৃজিত-সোনুর বন্ধুত্ব রয়েছে। সোনুর বাড়িতে তারা পুরোপুরি পারিবারিক আড্ডাই দিয়েছেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com