
অনলাইন ডেস্ক :
মহাকুম্ভ মেলায় পাথরের মালা বিক্রি করতে এসে ভাগ্যের চাকা ঘুরে গেছে মোনালিসা ভোঁসলের। খারগাঁওয়ের এই তরুণী এবার বলিউডে অভিষেক করতে যাচ্ছেন ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি ২১ লাখ রুপি পারিশ্রমিক পাচ্ছেন, যার একটি অংশ ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে।
তার সৌন্দর্য, বিশেষ করে বিড়ালাক্ষী চোখ, কোঁকড়ানো চুল ও ঝকঝকে ত্বকের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। এর আগে গুঞ্জন ছিল, দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের নায়িকা হতে পারেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নির্মাণ করেছেন। মোনালিসা ইতোমধ্যে তার সঙ্গে কেরালায় সফর করেছেন এবং নির্মাতার মাহেশ্বরের বাড়িতেও ঘুরে এসেছেন।
আগামী ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু হবে, যেখানে তিনি রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন। তার বলিউড যাত্রা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।