বলিউডে কতটা ভালো করবো জানি না: অ্যাঞ্জেলিনা জোলি

বলিউডে কতটা ভালো করবো জানি না: অ্যাঞ্জেলিনা জোলি

শেয়ার করুন

বিনোদন ডেস্ক :

ভারতের সঙ্গে নিজের ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে মনে করেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের সঙ্গে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে। জনবহুল দেশটি খুবই মানবিক। ওখানকার রাস্তাঘাট, ট্রেন বা প্রাকৃতিক পরিবেশ- সবই আপন মনে হয়।’ ৪৬ বছর বয়সী জোলি ২০০৬ সালে শুটিং করতে প্রথম ভারতে গিয়েছিলেন। সিনেমাটা ছিল ‘আ মাইটি হার্ট’, তখন একটি অটোরিকশায় চড়াসহ কিছু ঘটনার কথা মনে করেন তিনি। ভারতে এসে তিনি আফগানিস্তান ও মিয়ানমারের শরণার্থীদের সঙ্গেও দেখা বলেছিলেন ওই সময়। অস্কারজয়ী এ অভিনেত্রী ভারতে কখনই নিজেকে বহিরাগত মনে করেননি। তিনি বলেন, ‘এখানে আমি শক্তি, তীব্রতা ও মানবতা অনুভব করেছি। শিগগিরই আবার ভারতে আসতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *