অনলাইন ডেস্ক :
বলিউডের সিনেমায় নারী নির্যাতনের ঘটনা অহরহ দেখা যায়। অন্যদিকে, আশির দশক পর্যন্ত হিন্দি ছবি মানেই ধর্ষণের দৃশ্য থাকবে এটাই স্বাভাবিক। এদিকে, বলিউডের এক অভিনেত্রী আছেন, যার দখলে রয়েছে একটি অন্যরকম রেকর্ড। বলা হয়, বলিউডের ইতিহাসে তার মতো ধর্ষণের শিকার অন্য কোনো অভিনেত্রী হননি। সেই অভিনেত্রীর নাম নাজিমা। পঞ্চাশ থেকে সত্তরের দশকে বহু সিনেমায় ধর্ষণের শিকার হয়েছেন তিনি। সেসময় সৌন্দর্য্য ও লাবণ্যময়ী নাজিমাকে নায়ক বা নায়িকার বোনের চরিত্রেই বাছাই করতেন পরিচালকরা। নিজে প্রধান নায়িকা না হলেও প্রায় সব ছবিতেই অভিনয় করতেন তিনি। ইন্ডাস্ট্রিতে তিনি ‘বলিউডের বোন’ নামেই পরিচিত ছিলেন। আর সেসময় এ ধরনের চরিত্ররাই ধর্ষণের শিকার হত বেশি। ফলে বেশির ভাগ ছবিতেই পর্দায় ধর্ষিতা হতেন নাজিমা। গুঞ্জন আছে, ক্যারিয়ারে প্রায় ৪০টির কাছাকাছি সিনেমায় কাজ করা নাজিমা ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ২৭ বছর বয়সেই মারা যান।