
অনলাইন ডেস্ক :
ভারতের তেলেগু ছবির তারকা অভিনেতা প্রভাস। সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউডের জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন তিনি। শনিবার (৩ সেপ্টেম্বর) টলিউড ডটনেট এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। প্রেম-বিয়ে নিয়ে নেটদুনিয়ায় তুলকালাম চললেও মুখে কুলুপ এঁটে থাকেন প্রভাস। এবারো তার ব্যত্যয় ঘটেনি। আর কৃতি স্যাননও বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন। আর এ পরিস্থিতিতে কৃতির পুরোনো একটি মন্তব্য সামনে এনে দুই দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। এর আগে গত বছরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।