বিনোদন ডেস্ক :
দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় সিনেমায় নিয়মিত কাজ করছেন বাংলাদেশি বেশ কয়েকজন অভিনেত্রী। জয়া আহসান, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশীদ মিথিলার মতো অভিনেত্রীরা নিজের কাজের জন্য দারুণ প্রশংসিত হচ্ছেন দুই দেশেই। কলকাতার সিনেমায় এই তিন নায়িকা যে ধরনের সিনেমায় অভিনয় করছেন, এ ধরনের চরিত্রে আগে দেখা যেত পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, রাইমা সেনকে। কিন্তু এখন সেখানে রাজ চলছে বাংলাদেশিদের। আর এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ওপার বাংলার অভিনেত্রীদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নায়িকা ভারতীয় সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন অনেক চরিত্রই বাংলাদেশি অভিনেত্রীদের দেয়া হয়, যেটা এখানকার যে কেউ করতে পারত।’ এ বিষয়ে টলিউডের আরেক অভিনেত্রী বলেন, ‘কলকাতায় বাংলাদেশের শিল্পীরা যতটা সুযোগ পান, সেই তুলনায় বাংলাদেশে আমাদের কাজের সুযোগ বেশ কম।’ অপরদিকে এ বিষয়ে বাংলাদেশি অভিনেত্রী বাঁধন বলেন, অনেকে বলছেন, বাংলাদেশের অভিনেত্রীরা এসে কাজ করায় টলিউডের কিছু অভিনেত্রীর মনে ক্ষোভ তৈরি হয়েছে। আসলে আমাদের সমাজ এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে দেয়। সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। কথাটা কলকাতা-বাংলাদেশ সব ইন্ডাস্ট্রির নিরিখেই বলছি।