বাংলাদেশের জনপ্রিয় তিন গীতিকার একই ফ্রেমে

বাংলাদেশের জনপ্রিয় তিন গীতিকার একই ফ্রেমে

বিনোদন ডেস্ক :

বাংলাদেশে জনপ্রিয় তিন গীতিকার একই ফ্রেমে। সাম্প্রতিক ‘আত্মা-সঙ্গী’ গানটির মিউজিক ভিডিও লোপা হোসেনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। সেই গানটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একই ফ্রেমে দেখা মেলে বাংলাদেশের তিনি মিডিয়া ব্যক্তিত্ব ও তিন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, জুলফিকার রাসেল এবং রেজাউর রহমান রিজভী’র। এই তিন জনপ্রিয় গীতিকারের সাথে আছেন গুনী কবি নাসির আহমেদ।

এদিকে এই তিন জনপ্রিয় গীতিকার ছাড়াও দেশের মিউজিক ইন্ডাস্ট্রির আরও অনেক জনপ্রিয় মুখ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।

উল্লেখ্য, লোপা হোসেনের ২০১৭ সালে অডিও রিলিজের পর, ২০২২ এ এসে ‘,আত্মা-সঙ্গী’ গানটির ভিডিও রিলিজ করেছেন।

কন্ঠশিল্পী লোপা হোসেন ও তার স্বামী গীতিকার সিরাজুম মুনিরের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই তিন জনপ্রিয় গীতিকার’সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *