
অনলাইন ডেস্ক :
ভারতের কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশেও তার গান বেশ জনপ্রিয়। প্রায়ই এ দেশের গানে কণ্ঠ দেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার দুটি গানে কণ্ঠ দিয়েছেন এ গায়ক।
‘দাদা মানুষ দেখতে চাই’ ও ‘আমার এ গান শোনে’ শিরোনামের গান দুটি লিখেছেন রিপন মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন গৌতম পল্লব। গানগুলোর রেকর্ডিং হয়েছে কলকাতায়।
সেখান থেকে এক ভিডিও বার্তায় নচিকেতা দুটি গানের প্রশংসা করেছেন। সেটি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। গানগুলো শিগ্গির প্রকাশ হবে বলে জানিয়েছেন গীতিকার রিপন মাহমুদ।