বিনোদন ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মানিকে মাগেহিতে’ গানের গায়িকা ইয়োহানি দিলোকা ডি সিলভা।বাংলাদেশে আবারও আসতে চান তিনি। এদেশে এসে গাইতে চান গান। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে তার এ ইচ্ছের কথা জানান তিনি। সাক্ষাৎকারে ইয়োহানি দিলোকা ডি সিলভা বলেন, বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম, তখন আমি এতোটাই ছোট ছিলাম যে, সেই স্মৃতি মনে করতে পারছি না। সে সময়ের কথা আমার খুব বেশি মনে নেই। তবে আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে যেতে চাই।’