বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ! শপথ নিলেন জায়েদ খানসহ ৫ জন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ! শপথ নিলেন জায়েদ খানসহ ৫ জন

বাবুল হৃদয়:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ ৫জন শপথ নিলেন। শুক্রবার, ৪ মার্চ বিকেলে ৪.৩০ মিনিটে শিল্পী সমিতির বাগানে স্মৃতি স্তম্ভের সামনে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ পাঠ করান। এ সময় সহ সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যকরী সদস্য সুচরিতা , কার্যকরী অরুনা বিশ্বাস শপথ নেন। পরে জায়েদ খানের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ।

এরই প্রেক্ষিতে শনিবার (০৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন নিপুণ। পরে ২ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।এদিকে ৩ মার্চ সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *