বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হলেন আবুল হোসেন মজুমদার

বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হলেন আবুল হোসেন মজুমদার

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ফিল্ম ক্লাব এর নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হলেন বাবিসাস প্রেসিডেন্ট, বাচসাস নির্বাচন কমিশনার, প্রযোজক ও বিনোদনধারা সম্পাদক আবুল হোসেন মজুমদার। আবুল হোসেন মজুমদার প্রায় ৩ যুগ ধরে বিনোদন জগতের সাথে যুক্ত আছেন। তার সম্পাদিত একাধিক বিনোদন ম্যাগাজিন ও সাপ্তাহিক পত্রিকা আছে। এছাড়াও তিনি আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৯ সেপ্টেম্বর বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠান জাকজমক ও সফলভাবে শেষ করেছেন। আগামী নভেম্বরে সুইডেনে প্রথম বারের মত বাবিসাস ইন্টারন্যাশনাল এওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি জানান-বাংলাদেশ ফিল্ম ক্লাব এর নির্বাচন কমিশনার হিসেবে আমাকে মনোনীত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও মেম্বার ইনচার্জ লায়ন ইঞ্জিনিয়ার জাহান এম এ রহমানসহ কমিটির সকল সদস্যদের জানাই ধন্যবাদসহ ভালোবাসা ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *