বাংলাদেশ ব্রাইট সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্রাইট সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সুমন চৌধুরী ||

১৩ আগস্ট বিকাল ৫ টায় রাজধানীর কাটাবনস্থ চিংড়ী চাইনিজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর পরিবেশে “সময়ের প্রয়োজনে সমাজ পরিবর্তনে আমরা ” শ্লোগান কে সামনে রেখে তাদের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা করলো বাংলাদেশ ব্রাইট সোসাইটি। একদল তরুন শিক্ষিত, উজ্জীবিত বিভিন্ন পেশার উদ্যোমী,আত্ববিস্বাসি ছাত্র যুবকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এস এইচ শিবলী। মহাসচিব কৌশিকুজ্জামান হিমেলের পরিচালনায় সভার পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট সেলিম জাভেদ, ভাইস চেয়ারম্যান কন্ঠ শিল্পী নোলক বাবু সহ সংগঠনের সকল সম্পাদক মন্ডলী। পরিচিতি সভায় দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন সম্পাদকেরা বাংলাদেশ ব্রাইট সোসাইটি কে আগামীতে কিভাবে সারাদেশ ব্যাপি কাজ করা যায় সেই বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও প্রস্তাবনা করা হয়। আলোচনা শেষে সম্মানিত চেয়ারম্যান এস এইচ শিবলী এই সংগঠনের সব কিছু গোছানোর শেষ সময়ে সুন্দর অর্থবহ একটি নামের প্রয়োজন অনুভব করলে দৈনিক নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীকে অনুরোধ করলে তিনি এই সংগঠনটির নাম “বাংলাদেশ ব্রাইট সোসাইটি ” নামটি প্রস্তাব করলে পরবর্তীতে সকলের সম্মতিক্রমে চুড়ান্ত হয়।সেই সুবাদে কমিটির পরিচিতি সভার প্রথম দিনেই সাংবাদিক ও সংগঠক সুমন চৌধুরীকে অত্র সংগঠনের একজন উপদেষ্টা হিসাবে জড়িয়ে নিয়ে তাকে আনুষ্ঠানিক ভাবে একটি থ্যাংকস লেটার প্রদান করেন। মনোমুগ্ধকর এই আয়োজনের শেষ সময়ে বাংলাদেশ ব্রাইট সোসাইটির ভাইস চেয়ারম্যান জনপ্রিয় কন্ঠ শিল্পী নোলক বাবু দুটি সুন্দর গান গেয়ে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেন। পরিশেষে চেয়ারম্যান করোনাকালীন এই সময়ে সবাইকে সুস্থ থাকতে সচেতন জীবন যাপনের পরামর্শ দিয়ে আগামীতে ভারচুয়াল মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবেন বলে, পরিচিতি সভা সমাপ্ত ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- মহাসচিব কৌশিকুজ্জামান হিমেলের পরিচালনায় সভার পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান- এডভোকেট সেলিম জাভেদ, ভাইস চেয়ারম্যান- কন্ঠ শিল্পী নোলক বাবু সহ মো: হাসান ইমাম উদয়-যুগ্ম মহাসচিব, নাফিজ কালাম নিবির-সাংগঠনিক সম্পাদক, রাব্বী আল সোরহান সানভী-সহ-সাংগঠনিক সম্পাদক, সমীর মন্ডল-দপ্তর সম্পাদক, নয়ন সমদ্দার (রুদ্র)-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,
জেমস রিপন-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,
লায়ন মেহেদী হাসান-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,
এ্যাড. ওয়াহিদুন্নবী বিপ্লব-আইন সম্পাদক,
শাফিন আহমেদ সুমন-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
মমিনুল ইসলাম রাসেল-সমাজসেবা বিষয়ক সম্পাদক
মো: মাহফুজুর রহমান মেহেদী- প্রচার সম্পাদক,
অর্পণ দাস-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক,
সুরজিত দাস জয়-আপ্যায়ন বিষয়ক সম্পাদক,
সাইফ হাসান ধ্রুব- শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক,
আমিনা রহমান সুপ্তি-মহিলা বিষয়ক সম্পাদিকা,
শেখ শাহরিয়ার আলম সিজান-শ্রম বিষয়ক সম্পাদক,
মো: আরিফুর রহমান-কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সরোয়ার হোসেন পান্ত-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাগিব হাসান অর্ণব-ট্রেজারার (কোষাধক্ষ্য) জাভেদ আহমেদ জয়-যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আজিজ লিয়ন-জনশক্তি ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক, ফারজানা তন্নী-মহিলা বিষয়ক উপ-সম্পাদিকা, মো: কামরুজ্জামান-আইন বিষয়ক উপ-সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *