বাগদান সারলেন বেন-জেনিফার

বাগদান সারলেন বেন-জেনিফার

অনলাইন ডেস্ক :

২০০৩ সালে প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। কিন্তু শেষ মুহূর্তে ২০০৪ সালের জানুয়ারিতে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর দুইজন আলাদাভাবেই জীবন শুরু করেন।

দীর্ঘ ১৮ বছর পর ফের এক হলেন তারা। পুরনো সম্পর্ক আবার নতুন করে শুরু হলো। এরই মধ্যে বাগদান সেরেছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক! এখন তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে লোপেজ নিজেই বিষয়টি ঘোষণা করেছেন।

একইসঙ্গে তার মুখপাত্রও বাগদানের খবর নিশ্চিত করেছেন। প্রায় দুই দশক পর গত বছর আবারো একসঙ্গে হন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর নতুন করে তাদের প্রেমের গুঞ্জন উড়তে থাকে। এই জুটিকে একসঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে দেখা যায়। শুধু তাই নয়, একসঙ্গে ব্যায়াম করতে ও ঠোঁটে ঠোঁট রেখে চুমুও খেতে দেখা যায় তাদের। তারপর থেকে এই জুটি আবারো আলোচনায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *