বাবার ছবিতে চাচার সংগীতে গাইবেন হৃতিক

বাবার ছবিতে চাচার সংগীতে গাইবেন হৃতিক

বিনোদন ডেস্ক :

হৃতিক রোশনের ‘কৃশ’ মুক্তির পর দেড় দশক কেটে গেলেও এই ভারতীয় সুপারহিরোকে নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। মাঝখানে মুক্তি পেয়েছে আরও তিনটি পর্ব। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির ৪ নম্বর ছবি অর্থাৎ ‘কৃশ ৪’–এর ঘোষণা দিলেন স্বয়ং তিনি। হৃতিক নিজেই কৃশের ১৫ বছর উদ্‌যাপন উপলক্ষে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এই ইঙ্গিত দিয়েছেন। ক্যাপশনে লেখেন, ‘অতীত ঘুচে গেছে, এখন ভবিষ্যৎ কী তা–ই দেখার অপেক্ষায়।’ ঘোষণার পর থেকে ‘কৃশ’ এবং হৃতিকভক্তদের বেশ আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শুধু কি সিনেমা? না, এবার রয়েছে অন্য এক চমক। সিনেমায় একটি গানও গাইবেন হৃতিক। বাবা রাকেশ রোশন পরিচালিত ছবিটির সংগীত পরিচালনা করছেন হৃতিকের চাচা রাজেশ রোশন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমায় যেকোনো একটি গান অবশ্যই গাইতে চলেছেন হৃতিক রোশন। যদিও এখনো মিউজিক নিয়ে কাজ শুরু হয়নি। বড় ভাই রাকেশের চিত্রনাট্যের কাজ শেষ হলেই গানের বিষয়ে নজর দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *