
অনলাইন ডেস্ক :
নিজের নতুন সিনেমা ‘বিক্রম ভেদা’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউডের গ্রিক দেবতা খ্যাত সুপারস্টার হৃত্বিক রোশন। শুধু ‘বিক্রম ভেদা’ নয়, ‘ফাইটার’ সিনেমার প্রস্তুতি নিয়েও বেশ সময় দিচ্ছেন এই অভিনেতা।
শোনা যাচ্ছে, নিজের ব্যবসা সফল সিরিজ সিনেমা ‘কৃশ’-এর চতুর্থ পর্বে বাবাকে পরিচালক হিসেবে চাচ্ছেন না হৃত্বিক। এই সিনেমার জন্য নতুন পরিচালকের সন্ধান করছেন তিনি। গুঞ্জন উঠেছে, বিগত কয়েক বছরে দর্শকের চাহিদা পরিবর্তন হওয়ায় ‘কৃশ ৪’ পরিচালনার দায়িত্ব একজন তরুণ পরিচালককে দিতে চান হৃত্বিক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যিনি ছবি নির্মাণ করবেন। হৃত্বিককে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে। টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’-এ দেখা গিয়েছিল তাকে। বক্স অফিসেও ভালো ব্যবসা করে সিনেমাটি।
