বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা খান

বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা খান

অনলাইন ডেস্ক :

বাবার পাশে বিকিনি পরে কেক কেটে কটাক্ষের শিকার হয়েছেন আমির কন্যা ইরা খান। গতকাল রোববার (৮ মে) তার জন্মদিন। এ উপলক্ষে এদিন খান পরিবারে উৎসব লেগেছিল। পুল পার্টি সেরে কেক কাটছিলেন ইরা খান। তাকে ঘিরে আনন্দ করছিলেন বাবা আমির খান, মা রিনা দত্ত এবং ভাই আজাদ।

এসময় উপস্থিত ছিলেন ইরার প্রেমিক তথা আমিরের স্বাস্থ্য প্রশিক্ষক নূপুর শিখরেও। ভালবাসা এবং শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছিল সকাল। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই একরাশ কালি ছিটিয়ে দিলেন নেটাগরিকদের একাংশ।

ইরার জন্মদিনের আনন্দের মাঝে তার বড় ‘অপরাধ’ পোশাক নির্বাচন। এ কী! বাবার সামনে বিকিনি পরে আছেন কেন ইরা? সে নিয়ে কটাক্ষের শিকার হলেন আমির-কন্যা। যদিও কেক কাটার সময় সাতারের পোশাকে ছিলেন আমির এবং আজাদও। সে নিয়ে অবশ্য কারও কোনও বক্তব্য ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *