বার্সেলোনার একটি পার্কে নিজের সন্তানকে নিয়ে ঘোরার সময় বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা। শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং পার্কের অন্যত্র গিয়ে সেটি প্রায় ছিন্নভিন্ন করে ফেলে। যেটাতে মোবাইল ফোন ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। সম্প্রতি দেয়া ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথা জানিয়েছেন গায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে শাকিরা বলেন, ‘ওরা আমার সব ধ্বংস করে দিলো!’ ঘটনার সময় এই গায়িকার সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে মিলান। স্টোরির একটি অংশে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন, ‘মিলান, সত্যিটা বলো, কীভাবে তোমার মা এই বন্য শূকরের মোকাবিলা করেছে।’ তবে ঘটনাটি কবের অথবা কোন পার্কে হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এই পপ তারকা। শাকিরা বা তার ছেলে, কেউই দুর্ঘটনায় আহত হননি।