
বিনোদন ডেস্ক :
গত জুলাই মাসে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের খবর দেন আমির খান ও কিরণ রাও। তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। এবার আরও একবার একসঙ্গে দেখা গেল সাবেক এ দম্পতিকে। গত জুলাই মাসে যৌথ বিবৃতিতে আমিরও কিরণ জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তারা একসঙ্গে থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একনঙ্গেই পালন করবেন তারা। কিন্তু কেন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সে নিয়ে কিছু জানাননি সাবেক এ জুটি। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও একাধিকবার একসঙ্গে দেখা গেছে আমির ও কিরণকে। কখনও সিনেমার শুটিংয়ে গানের সুরে একসঙ্গে নাচছেন আবার কখনও বা ইউনিটের সদস্যদের সঙ্গে খেলায় মাতছেন তারা। এবার আরও একবার একসঙ্গে দেখা গেল আমির-কিরণকে। একটি সামাজিক অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন তারা।