বিজেপি করার সাজা পাচ্ছেন রুদ্রনীল, কাজ নেই ১৪ মাস!

বিজেপি করার সাজা পাচ্ছেন রুদ্রনীল, কাজ নেই ১৪ মাস!

অনলাইন ডেস্ক :

ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির হয়ে কলকাতার বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন টালিউডের প্রতিভাবান শিল্পী রুদ্রনীল ঘোষ। বিশাল ব্যবধানে পরাজয়ের পর এখনও যাচ্ছেন বিজেপির বিভিন্ন প্রচারণায়। তবে নির্বাচনে তৃণমূলের জয় ও বিজেপির পরাজয়ের কারণে প্রায় ১৪ মাস তার হাতে কোনো কাজ নেই বলে জানিয়েছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা। তার ভাষ্যমতে, তিনি যেদিন থেকে বিজেপি করছেন, টালিগঞ্জ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ তাকে দশজনের বেতন দিতে হয়। বাড়ির রান্না তার আয়ের ওপর নির্ভরশীল। রুদ্রনীল জানান, তিনি পেশাদার রাজনীতিক নন, কিন্তু অভিনয়টা তার পেশা। পেশা কেড়ে নেয়ার পরও বিজেপি থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন রুদ্রনীল। এবার আসানসোলের ভোটের প্রচারে যাচ্ছেন এ অভিনেতা। রুদ্রনীল মনে করেন, রাজনীতি করেন বলে তার পেশা কেড়ে নেয়ার অধিকার কারো নেই। কিন্তু, এই রাজ্যে তাই হচ্ছে। তৃণমূল করলে কাজ মিলছে, নয়তো নয়। অবশ্য ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন সাম্প্রদায়িক এই দলটির রাজনীতিতে সক্রিয় হওয়ায় ভক্তদের সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *