অনলাইন ডেস্ক :
শিশু শিল্পী হিসেবে ইতিমধ্যে বিজ্ঞাপন, ফটোশুট ও র্যাম্পে মডেল হয়েছেন ‘ফালাক মিনহাজ আয়াত’! এবার ‘গরিবের ঘরে বউ থাকে না’ নামের একটি নাটকে অভিনয় করেছে এই শিশুশিল্পী। বাংলাদেশের মিডিয়া জগতে শিশুশিল্পী আয়াতের বাবা এসএম তুষার একজন স্বনামধন্য ভিডিও এডিটর ও চিত্রনির্মাতা। তাই শিশুকাল থেকেই বাবার ইচ্ছে পূরণে আয়াত একাধিক বিজ্ঞাপন, ফটোশুট ও র্যাম্পে মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। এবারই সে প্রথমবার নাটকে অভিনয় করেছে।
ফালাক মিনহাজ আয়াতের বাবা এসএম তুষার বলেন- আমি খুবই আনন্দিত। আমার ছেলে একাধিক বিজ্ঞাপনে অভিনয়ের পর এবার নাটকে অভিনয় করছে। এটা সত্যিই ভাল লাগার বিষয়।’
জানা যায়, মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। এই নাটকে আরও অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত, জনপ্রিয় অভিনেত্রী অহনা এবং আরো অনেকে। নাটকটি পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক।