অনলাইন ডেস্ক :
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। সম্প্রতি তাকে নিয়ে গুঞ্জন ওঠেছে তিনি নাকি অভিনেতা বিজয় দেবকোন্দার সঙ্গে ডেট করছেন। তবে এই গুঞ্জনকে মিথ্যা বলে আখ্যায়িত করেন তিনি। এখনো তার বয়স হয়নি এবং তিনি অনেক ছোট বলে জানিয়েছেন ‘পুষ্পা’ অভিনেত্রী রাশমিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে কী ভাবতে হবে তা আমি জানি না। কারণ আমি বিয়ের জন্য এখনো খুবই ছোট। তাই এ নিয়ে একদমই ভাবি না।’ রাশমিকা মান্দানা ভালোবাসা সম্পর্কে বলেন, ‘আমার কাছে ভালোবাসা হলো একে অপরকে সম্মান করা, সময় দেয়া এবং বিপরীত মানুষকে নিরাপদ বোধ করা। আর ভালোবাসাকে বর্ণনা করা খুবই কঠিন, কারণ এটি হচ্ছে সব অনুভূতির বিষয়। যখন দুই দিক থেকেই এই অনুভূতি কাজ করে তখনই ভালোবাসা হয়।’