বিদ্যাকে চুমু খেয়ে নির্ঘুম রাত কাটে হাশমির

বিদ্যাকে চুমু খেয়ে নির্ঘুম রাত কাটে হাশমির

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা ইমরান হাশমি। প্রায় সিনেমায় নায়িকাদের সঙ্গে চুম্বন দৃশ্য করেন বলে তাকে বলা হয় ‘সিরিয়াল কিসার’। কিন্তু অভিনেত্রী বিদ্যা বালানকে চুমু খেয়ে নাকি এই অভিনেতার ঘুম হারাম হয়েছিল। ব্যক্তিগত জীবনে বেশ ভালো বন্ধু ইমরান ও বিদ্যা। ২০১১ সালে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার ‘ইশক সুফিয়ানা’ গানে তাদের চুমুর দৃশ্য ছিল। তবে পুরোটাই ছিল ক্যামেরার কারসাজির মাধ্যমে করা। তাই সেটি নিয়ে তাদের অস্বস্তিও ছিল না। কিন্তু ২০১৩ সালে ‘ঘানচক্কর’ সিনেমায় শুটিংয়ে বিদ্যাকে সত্যি সত্যি চুমু খেতে হয় হাশমির। শুটিং সেটে সেটি ঠিকঠাকভাবে করলেও তারপরই বাঁধে বিপত্তি। সারারাত ভয়ে ঘুম আসেনি তার। সিরিয়াল কিসার হিসেবে যার খ্যাতি তিনি কেন এমন ভয় পেয়েছিলেন? মিডিয়ায় সেই রহস্য পরবর্তী সময়ে ফাঁস করেন বিদ্যা বালান। হাসতে হাসতে এই অভিনেত্রী বলেছিলেন, ‘ভয় কাকে বলে সেটা বুঝতে পেরেছিলেন ইমরান হাশমি।’ মূলত, ‘ঘানচক্কর’ সিনেমার প্রযোজক ছিলেন বিদ্যার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর। চুমুর দৃশ্যের পর ইমরান ভেবেছিলেন তিনি আর হয়তো পারিশ্রমিকই পাবেন না। সেই চিন্তাতেই রাতে ঠিকমতো ঘুম হতো না তার। তবে শেষ পর্যন্ত পুরো পারিশ্রমিকই পেয়েছিলেন এই অভিনেতা। পাশাপাশি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হামারি আধুরি কাহানি’ সিনেমায় অভিনয় করেন বিদ্যা ও হাশমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *