
অনলাইন ডেস্ক :
দেশের শোবিজে নন্দিত এক নাম বিপাশা হায়াত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। একজন গুণি নাট্যকারও। ছবিও আঁকেন নিয়মিতই। তবে টেলিভিশন, মঞ্চ, চিত্রশিল্পী ও চলচ্চিত্রে অভিনয়ের জন্যই বিখ্যাত তিনি। বর্তমানে আমেরিকায় স্থায়ী হয়েছেন তিনি। তার স্বামী তৌকির আহমেদ ও সন্তানেরাও সেই দেশটির নাগরিক।
প্রায় আড়াই বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন বিপাশা। একটি একক চিত্র প্রদর্শনীতে অংশ নিতেই তার দেশে ফেরা। তবে নতুন খবর হচ্ছে, বিপাশা হায়াতের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ। গল্প চূড়ান্ত করার পর চলছে এর চিত্রনাট্যের কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।
এ প্রতিষ্ঠান থেকেই নির্মিত হবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি। জুনের প্রথম দিকে ‘আলো ও আঁধারের গল্প’ সিরিজের শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, আমরা এখনো চিত্রনাট্য হাতে পাইনি। শিগগিরই পেয়ে যাব। চিত্রনাট্য পেলে অভিনয়শিল্পী ও নির্মাতা চূড়ান্ত করা হবে। এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা, ফলে কারা ভালো করবেন ওই চরিত্রগুলোয়, সেটি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।