বিয়ের ১৪ বছর পর ঘর ভাঙল জনপ্রিয় বলিউড অভিনেত্রীর

বিয়ের ১৪ বছর পর ঘর ভাঙল জনপ্রিয় বলিউড অভিনেত্রীর

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন ঈশা। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপরের বছরই দেখা যায় হিন্দি সিনেমা ‘এক থা দিল, এক থি ধড়কন’-এ।

দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় অভিনয় করেছেন ঈশা, তবে অভিনয়ের চেয়ে বেশি পরিচিতি পান আইটেম গানে পারফর্ম করে। ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি পান।

সেটা আরও ছড়িয়ে পড়ে আরেকটি আইটেম নাম্বার ‘ইশক সমন্দর’-এর পর।

সাম্প্রতিক সময়ে তাঁর কাজের সংখ্যা কমে গেলেও অনিয়মিতভাবে হিন্দি ও দক্ষিণি সিনেমা করে আসছিলেন। তাঁর শেষ সিনেমা তেলেগুতে, ‘আয়ালান’ নামের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *