
অনলাইন ডেস্ক :
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খান, এমনটাই শোনা যাচ্ছে। পাত্রী অভিনেতার মেকআপ আর্টিস্ট সুরা খান।
আরবাজ খানের পরবর্তী ছবি ‘পাটনা শুক্লা’র সেটে নাকি তাদের পরিচয়। এই ছবিতে আরবাজের মেকআপ করেন সারা। তাদের পরিচয় বন্ধুত্বে রূপ নেয় এবং এরপর প্রেমে জড়ান তারা। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি আরবাজ-সুরা কেউই।
শোনা যাচ্ছে দুজনেই তাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস। তাই, দেরি না করে হয়তো আগামী বছরেই সাতপাকে বাঁধা পড়বেন। ইন্ডিয়া টুডে-এর সূত্রে জানা গেছে বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলা হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে হবে বিয়ে। চলছে প্রস্তুতি।
সুরা সিনেমার মেকআপের পাশাপাশি রাবিনা ট্যান্ডন এবং তার মেয়ে রাশার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট।
১৯৯৮ সালে মালাইকা ও আরবাজ খানের বিয়ে হয়েছিল। বিয়ের ১৯ বছর পর ২০১৭ সালের ১১ মে তারিখে মালাইকার সঙ্গে আরবাজের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। পরে জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। তবে চলতি মাসের শুরুর দিকে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়।