বিলবোর্ডে বিটিএসের ইতিহাস

বিলবোর্ডে বিটিএসের ইতিহাস

অনলাইন ডেস্ক :

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ এর আসর বসেছিল রবিবার রাতে। লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনাতে আয়োজিত এবারের আসরে উপস্থাপনা করেন সিন দিদি কম্বস। এ বছর ছয়টি মনোনয়ন পেয়েছিল কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস। এর মধ্যে সুপারহিট ‌‌‘বাটার’ গানের জন্য সেরা দ্বৈত/দলগত গান, সেরা বিক্রিত গানের শিল্পী ও সেরা বিক্রিত গান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে তারা। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই তিন ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুললো বিটিএস। এ বছর সেরা শিল্পী ও সেরা পুরুষ শিল্পী নির্বাচিত হয়েছেন ড্রেক। সেরা নবাগত শিল্পী, সেরা নারী শিল্পী, সেরা রেডিও গানের শিল্পী নির্বাচিত হয়েছেন অলিভিয়া রদ্রিগো। সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের শিল্পী ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছেন অলিভিয়া। বিলবোর্ডের সেরা ২০০ শিল্পী ক্যাটাগরিতে পুরুস্কার জিতেছেন টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের বাইরে সেরা বিলবোর্ড গ্লোবাল শিল্পী নির্বাচিত হয়েছেন এড শিরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *