বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শাকিবের নায়িকা দর্শনা

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শাকিবের নায়িকা দর্শনা

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন। যিনি শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

‘মন্টু পাইলট’খ্যাত অভিনেতা সৌরভ দাসের সঙ্গে ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে দর্শনা। অল্প সময়েই টালিগঞ্জ, বলিউড ও তেলুগু ছবিতে অভিনয় করে নাম করেছেন। বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি বেশ পরিচিত মুখ। এখানে দুটি ছবিতে অভিনয় করেছেন, মডেল হয়েছেন কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে।

সিয়াম আহমেদ ও রোশানের সঙ্গে করেছেন ‘অপারেশন সুন্দরবন’, অন্যটি ‘অন্তরাত্মা’। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এই ছবিতে।

সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই শোনা গিয়েছিল।

তবে কেউই খুব একটা আমলে নেননি। হঠাৎ তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকে গেছেন টালিগঞ্জের অনেকেই। সৌরভ ওটিটির ব্যস্ত অভিনেতা। বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করছেন। কিছুিদন আগেই এসেছে তাঁর সিরিজ ‘অন্তরমহল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *