বিনোদন ডেস্ক :
দেশ বরেণ্য প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান। বাবার মতো তিনিও পেশা হিসেবে বেছে নিয়েছেন সংগীতকে। এরইমধ্যে নিজের কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। নতুন খবর হচ্ছে বিয়ে করেছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। তার স্ত্রীর নাম মৌসুমী হাসান। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। গত বছর ২৬ জুন করোনার মধ্যে বিয়ে করলেও পরিবারের বাইরে খবরটি জানাননি এই সংগীতশিল্পী। বিয়ের খবর গোপন রাখার কারণ ব্যাখ্যা করে প্রতীক হাসান বলেন, করোনার কারণে একেবারেই ঘরোয়া পরিবেশে আমাদের বিয়েটা হয়েছে। তাই কাউকে জানানো সম্ভব হয়নি।