বিয়ে না করেই একসাথে থাকছেন সিদ্ধার্থ-কিয়ারা!

বিয়ে না করেই একসাথে থাকছেন সিদ্ধার্থ-কিয়ারা!

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বলিউড জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গুঞ্জন উঠেছে— লিভ টুগেদার করছেন তারা।

‘শেরশাহ’ সিনেমাখ্যাত এই জুটির প্রেম বলিপাড়ায় ওপেন সিক্রেট। তারা দু’জন সরাসরি স্বীকার না করলেও বলিউডের অনেকেই এই লাভ-স্টোরিতে শিলমোহর দিয়েছেন। সম্প্রতি এই গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছে। শুক্রবার (১২ আগস্ট) ‘শেরশাহ’ সিনেমার এক বছর পূর্তি হয়েছে। এদিন ভক্তদের চমকে দিতে লাইভে হাজির হন সিদ্ধার্থ-কিয়ারা। মূলত একই বাড়িতে লাইভ করছিলেন তারা, যা দেখে সবার চোখ কপালে উঠেছ। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে— লিভ টুগেদার করছেন এই জুটি। সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হলেও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এই জুটি। একসঙ্গে লাঞ্চ ডেটে, একে অপরের বাড়িতে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা। মাঝে তাদের ব্রেকআপের গুঞ্জনও উঠেছিল। তবে আবারও একসঙ্গে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *