বিয়ে হচ্ছে না রণবীর-আলিয়ার!

বিয়ে হচ্ছে না রণবীর-আলিয়ার!

বিনোদন ডেস্ক :

বিয়ের গুঞ্জন উঠলেও বিয়ের পিঁড়িতে বসছেন না বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট। ভারতীয় শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলছে, এ বছর নাকি বিয়ে করবেন না রণবীর-আলিয়া। কিন্তু কেন? একটি সূত্র তাদের জানিয়েছে, বিয়ে নিয়ে আলিয়া ও রণবীরের বড় ধরনের পরিকল্পনা রয়েছে এবং সে কারণে তাঁরা তাড়াহুড়ো করতে চাইছেন না। দীর্ঘ দিন ধরে তাঁরা একটি বিশেষ দিনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সেই বড় বা বিশেষ দিনটি কবে, তা জানাতে পারেনি সূত্র। তবে এ থেকে ইঙ্গিত মিলেছে, রণবীর-আলিয়ার বিয়ে ২০২১ সালে হচ্ছে না। ২০২২ সালে তাঁদের বিয়ে হবে। তাই এ বছর রণবীর-আলিয়া বিয়ে করছেন না এবং ডিসেম্বরে তো হচ্ছেই না। এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পায়, রণবীর-আলিয়া এ বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন। নতুন বছরের জানুয়ারি পর্যন্ত এ তারকাযুগল তাঁদের ক্যালেন্ডার ফাঁকা রেখেছেন। কিন্তু টাইমস অব ইন্ডিয়া নতুন খবরে বলছে, এ বছর বিয়ে করছেন না তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *