অনলাইন ডেস্ক :
একবার একটি সিনেমায় মূল চরিত্রের সহশিল্পী হিসেবে নতুন মুখ খুঁজছিলেন রাকেশ রোশান। অডিশন দেওয়ার পর তার পছন্দ হয় সালমানকে। সে সময় রাকেশের কাছে শাহরুখের নাম বলেন বিবেক ভাসওয়ানি নামের এক ব্যক্তি, যিনি শাহরুখের শুভাকাঙ্খী ছিলেন। বিবেকের অনুরোধে শাহরুখের সঙ্গে রাকেশ কথা বলতেও রাজি হন।
তরুণ শাহরুখ তখন টেলিভিশনে দুয়েকটি সিরিয়ালে কাজ করেছেন। শাহরুখের কাছে রাকেশের সরাসরি প্রশ্ন ছিল- “কেন তোমাকে আমার সিনেমায় নেব?”
শাহরুখের সোজাসাপ্টা উত্তর হল, “আপনি সালমানকে নিতেই পারেন, তাতে আপনার খরচ বাড়বে। আর যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনার খরচ কমবে, সিনেমার দাম কমবে না।”
শাহরুখের স্বভাবসুলভ রসিকতা, উপস্থিত বুদ্ধিতে দারুণ খুশি হয়ে ওই সিনেমায় শাহরুখকেই কাজের সুযোগ দেন এই পরিচালক।
ছবিটির নাম ছিল ‘কিং আংকেল’! ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল জ্যাকি শ্রফ অভিনীত এই সিনেমাটি। এতে জ্যাকি শ্রফের ভাই অনিল বানাসল’-এর চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।
‘কিং আঙ্কেল’-এ নিজে অভিনয়ের জন্য শাহরুখ কীভাবে রাকেশ রোশনকে রাজি করিয়েছিলেন, সম্প্রতি সে গল্পই শেয়ার করেছেন কিং খানের ঘনিষ্ঠ বন্ধু, প্রযোজক বিবেক ভাসওয়ানি। তিনি জানান, শাহরুখ সেসময় সিনেমা জগতে একেবারেই নবাগত ছিলেন, তবে তারপরেও তাঁর সিনেমার বানিজ্যিক বুদ্ধিতে অবাক হয়ে গিয়েছিলেন খোদ রাকেশ রোশন।