অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রে আলোচিত নায়িকা বুবলী। তার অভিনীত ‘তালাশ’ ছবিটি আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে গান ও ফার্স্টলুক প্রকাশের পর আজ এলো ছবিটির ট্রেলার। এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। তিন মিনিটের এই ট্রেলারে ছবিটি যে রোমান্স আর উন্মাদ প্রেমিকের পাগলামীতে ভরপুর সেই চিত্রই ফুটে উঠলো। লার নিয়ে বুবলী বলেন, সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমাটির কাহিনি লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।