বিনোদন ডেস্ক :
নতুন একটি টেলিছবি নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের অভিনেত্রী তাসনুভা তিশা। নাম ‘কাঠ গোলাপের মায়া’। রচনা ও পরিচালনা করেছেন মতিয়া বানু শুকু। এতে আরও অভিনয় করেছেন হিন্দেল রয়, মনোজ প্রামাণিক, রহিম সুমন প্রমুখ। তাসনুভা তিশা বলেন, খুব সুন্দর একটি গল্পের টেলিছবি এটি। এখানে ব্যতিক্রমী তিশাকেই খুঁজে পাবেন সবাই। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। চ্যানেল আইতে ১০ই সেপ্টেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো হবে এটি।