বিনোদন ডেস্ক :
আফরিন মোহনা নতুন প্রজন্মের অভিনেত্রী। নবাগত এই নায়িকার শুরুটা হয় একটি ওয়েবের মাধ্যমে। তবে নিজের দক্ষতা ও অভিনয়ের প্রতি ভালবাসাকে কাজে লাগিয়ে চলে এলেন বড় পর্দায়। প্রথম সিনেমা হলেও স্ক্রিনে প্রথম নয় আফরিন মোহনা। এর আগে আদর মির্জার পরিচালনায় ভাইরাল নামক একটি ওয়েবে কাজ করে আলোচনায় আসেন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। মিউজিক, শর্টফিল্ম, নাটক বা ওয়েব নয় সরাসরি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমার নাম “বিট্রে”। গত ০২ ফেব্রæয়ারি ঘটা করে সিনেমার মহরত করেন প্রযোজক ও পরিচালক মোঃ ইকবাল। এই সিনেমায় প্রধান চরিত্রে কাজ করবেন শবনম ইয়ামিন বুবলী, জিয়াউল রোশান, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগরসহ সব বাঘা বাঘা অভিনেতারা। আফরিন মোহনা বলেন, কখনো ভাবিনি এত বড় সুযোগ আসবে। আমি একেবারেই নতুন। আমাকে ইকবাল ভাইয়া বুবলী আপু ও রোশান ভাইয়ার সাথে কাজ করার সুযোগ দিয়েছে, এটা আমার জন্য ভাগ্যের। নিজেকে প্রমাণ করার সুযোগ যখন পেয়েছি সেটা কাজে লাগানো উচিৎ। আমি কৃতজ্ঞ নির্মাতা রাফাত মজুমদার রিংকু ভাইয়ার কাছে, তিনি আমাকে প্রথম কাজ দিয়েছেন।