অনলাইন ডেস্ক :
এবার রাম চরণের বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা কিয়ারা আদভানী। শুরু হয়েছে সিনেমার কাজ। সিনেমার নাম ‘আরসি ১৫’। তবে পরবর্তীতে নাম পরিবর্তন হতে পারে। পরিচালক শঙ্করের ফ্রেমে এবার ধরা দেবেন এই জুটি। ইতোমধ্যেই সিনেমার অর্ধেকের বেশি অংশ শুটিং করা হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই সিনেমার কাজ। খবর পিংকভিলা। শোনা যাচ্ছে ভারতের অন্যতম বিগেস্ট সিনেমা হতে চলেছে ‘আরসি ১৫’। সম্প্রতি গোটা টিম পঞ্জাবে একটি গানের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যার কোরিওগ্রাফি করছেন গণেশ আচার্য। এই গানের শুটিংয়ে মোট ১০০০ হাজার কো আর্টিস্ট রয়েছে। এই গানের কিছুটা অংশ তিন দিন ধরে ভারতের পাঞ্জাবেই শুটিং করা হবে, বাকি অংশের শুটিং হবে হায়দরাবাদে স্টুডিওতে। ১০ জুলাইয়ের মধ্যে এই গানের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে গোটা টিমের। গানের পর এই সিনেমার অন্যতম আকর্ষণীয় খবর হচ্ছে যে প্রায় ১২০০ জনের সঙ্গে রাম চরণকে অ্যাকশনে দেখা যাবে।