বিনোদন ডেস্ক :
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিচ্ছেদের পরই ঘোষণা করেছিলেন নতুন জীবনে পদার্পনের। বলেছিলেন, আগে বিয়ে করলেও সেগুলোতে বউ সাঁজা হয়নি তার। হয়নি তেমন কোনো আয়োজনও। তাই এবারের বিয়েতে বউ সাজবেন তিনি। ধুমধাম করে করবেন বিয়ে। এরপর গেলো আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই গায়িকা। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ- দুই জায়গাতেই ন্যানসিকে দেখা যায় রাজকীয় সাজে। জমকালো আয়োজনে এই বিয়েতে ন্যানসির মেয়ে রোদেলাকে বেশ সাবলীল, আনন্দেচিত্তে দেখা যায়। গায়ে হলুদের অনুষ্ঠানেও রোদেলা মায়ের বিবাহ উপস্থিত থেকে পুষ্প বর্ষণ করে। বিওয়ের অনুষ্ঠানেও মা ন্যানসির মাথার ওপর ওড়না ধরে রাখে। ন্যানসি বরাবরই জানিয়েছেন তাঁর মেয়ে রোদেলা বন্ধুর মতো। বিবাহ আয়োজনে স্বতস্ফূর্ত রোদেলাকে দেখে তাই মনে হয়েছে আগতদের।