ভাইবোনের গল্পে মন ভরানো নাটক ‘টুইন ট্রাবল’

ভাইবোনের গল্পে মন ভরানো নাটক ‘টুইন ট্রাবল’

অনলাইন ডেস্ক :

ভাইবোনের সম্পর্কের রূপরেখা দিয়ে সাজাঁনো নাটক ‘টুইন ট্রাবল’। হাসিকান্না এবং অভিমান মিশিয়ে সম্পর্কের দারুণ এক উপস্থাপন হয়েছে এই নাটকে। ইমরাউল রাফাতের গল্প ও পরিচালনায় ‘টুইন ট্রাবল’ নাটকের বোনের চরিত্রে দেখা যায় তাসনিয়া ফারিণকে। ভাইয়ের চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান।

নাটকটিতে আরও অভিনয় করেন হিন্দল রায়, শামীমা নাজনীন, নাফিস আহমেদ, শাহবাজ সানি, রিসা চৌধুরী, ঐশী, জাবেদ গাজী, পাপড়ি পায়েল। কোরবানি ঈদ উপলক্ষে নাটকটি প্রকাশ হয়েছে। ২২ জুলাই প্রকাশ পাওয়া নাটকটি ১০ আগস্ট এ লেখাটি প্রকাশের আগ পর্যন্ত ৪০ লাখেরও বেশি দর্শক দেখেছেন।

গল্পের শুরুটা বোনের লেহেঙ্গা চুরি করে প্রেমিকাকে দেওয়ার পর বোনের কাছে ধরা খাওয়ার হাস্যরসাত্মক দৃশ্যে। তবে শেষটা রাগ ও অভিমানে ভাঙার নিদারুণ কান্না বিজড়িত ভাইবোনের ভালোবাসার বন্ধনের মধ্য দিয়ে। ফারিণ ও জোভানের দুর্দান্ত অভিনয়ে নাটকটি মন কাড়ে দর্শকদের।

পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে বানানো এই নাটক নিঃসন্দেহে সম্পর্কের মূল্যবোধ তৈরির অতুলনীয় উপস্থাপন বলা যেতেই পারে। ভাইবোনের সম্পর্কে হাসি-কান্না, অভিমান ও মারামারি-দুষ্টুমি লেগেই থাকে। বোনের টাকায় ভাইয়ের ভাগ বসানো থেকে শুরু করে ভাইবোনের মধ্যে ঘটা বাস্তবিক প্রায় সবই উপস্থাপন করা হয়েছে নাটকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *