অনলাইন ডেস্ক :
গত জুলাই মাসে অর্ধযুগ সম্পর্কের ইতি টেনেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ ও দিশা পাটানি। তবে আনুষ্ঠানিকভাবে তারা কোনোদিন এ সম্পর্কের কথা স্বীকার করেননি।
বলি পাড়ার সবাই নিশ্চিত যে তারা দীর্ঘসময় ধরে প্রেমে ছিলেন। শিগগির বিয়ে করবেন জুটিতে, এমনই ছিল জল্পনা। তবে সবটাই ভেস্তে গেলো হঠাৎ। সম্প্রতি লন্ডনে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন টাইগার। দিশা ব্যস্ত ছিলেন ‘এক ভিলেন’-এর কাজে। টাইগার দিশাকে ভুলে নাকি মডেল আকাঙ্ক্ষা শর্মার প্রেমেও পড়েছিলেন! এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিশার। দিশা-টাইগারের সম্পর্কে দাঁড়ি পড়ায় কৃষ্ণার সঙ্গে দিশার বন্ধুত্বেও কি ছেদ পড়ল? জিজ্ঞেস করতে কৃষ্ণা বলেন, ‘দিশা এবং আমি আক্ষরিক অর্থেই আমাদের শুরুর বছরগুলো একসঙ্গে কাটিয়েছি। দিশা সবেমাত্র তখন ইন্ডাস্ট্রিতে এসেছে, আর আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম যেকোন জায়গায় আমি নিজেকে মেলে ধরতে পারি। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি।’ কৃষ্ণা আরও জানান, এখনো সমস্যায় পড়লে প্রথমে দিশাকেই ফোন করেন। তার বিশ্বাস, যেখানেই থাকুন পাশে দাঁড়াবেন দিশা। বিশ্বে যেখানে নারীরা ক্রমাগত একে অপরকে পেছনে টানার চেষ্টা করেন বলে দুর্নাম রটে, সেখানে তার আর দিশার সম্পর্ক বিপরীত।