ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না: নুসরাত

ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না: নুসরাত

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নিজেকে ফিট রাখতে ডায়েট ও শরীরচর্চা নিয়মিত করে থাকেন। এ বিষয়ে এক আনা ছাড় দিতেও নারাজ তিনি। তবে ভাত না খেতে পেরে খানিকটা আক্ষেপ কাজ করে তার মনে।

ফেসবুকে এক স্ট্যাটাসে ফারিয়া বলেন, ‘ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না।’ ভাত না খাওয়ার কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন—‘খাবার-পানীয় দুটো বিষয়ে সমান সতর্ক। প্রচুর পরিমাণে পানি পান করি। এতে শরীর যেমন সুস্থ থাকে; ঠিক তেমনই ত্বক, চুলের স্বাস্থ্যও ভেতর থেকে ঝলমলে হয়। আর এজন্য ভাতই খাই না।’ তা হলে ফারিয়ার খাবারের মেন্যুতে কী রয়েছে?

এ প্রশ্নের জবাব নায়িকা নিজেই দিয়েছেন। তার ভাষায়—‘সকালে খালি পেটে পান করি এক মগ জিরা ও দারুচিনির চা। তার কিছুক্ষণ পর ডিমের ওমলেট, সঙ্গে কিছু সবজি ও স্পাইসি সস মিশিয়ে খাই। এরপর ২ টুকরো ডার্ক চকলেট খেয়ে থাকি। ডার্ক চকলেটে থাকা পুষ্টিকর উপাদানসমূহ শরীর এমনকি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *