বিনোদন ডেস্ক :
ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী। বছর জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। এখনও বড় পর্দায় অভিনয় করা হয়নি মেহজাবীনের। তবে সিনেমার নায়িকা হওয়া নাকি তার সখ ছিল। ভাবতেন তিনিও একদিন নায়িকা হবেন। বুধবার (২০ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে মনের কথা জানালেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। একটি সত্তর কিংবা আশির দশকের সাজের ছবি শেয়ার করেছেন ওই স্ট্যাটাসের সঙ্গে। ক্যাপশনে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ফিল্মের হেরোইন হাওয়ার খুব শখ ছিল আমার!! ছোট বেলা থেকেই আব্বা প্রত্যেক রবিবার ম্যাটিনি শো দেখাইতে নিয়ে যাইতো। মধুবালা, মুমতাজ, নার্গিস এর অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হেরোইন হবো। – চম্পা, চম্পা হাউস…’