অনলাইন ডেস্ক :
ক্যারিয়ারের শুরুর দিকে টিভিসি করে পরিচিতি পান অভিনেত্রী নাদিয়া। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত নাদিয়া। সুদর্শনা এই অভিনেত্রী এবার সিনেমায় নাম লেখাচ্ছেন। ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি ভারতীয় সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। গল্প রচনা করেছেন অর্পিতা রায় চৌধুরী। জানা গেছে, আগামী ২৩ মার্চ থেকেই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। কলকাতার বিভিন্ন স্থানে হবে এর দৃশ্যায়ন। সিনেমাটিতে কেবল নাদিয়া নন, বাংলাদেশের ফারজানা চুমকিও অভিনয় করবেন। তাদের সঙ্গে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে এগোবে সিনেমাটি।
One thought on “ভারতীয় সিনেমায় অভিনেত্রী নাদিয়া”