ভারতীয় সিরিয়ালে দেখানো যাবে না কূটচরিত্র ও একাধিক বিয়ে

ভারতীয় সিরিয়ালে দেখানো যাবে না কূটচরিত্র ও একাধিক বিয়ে

বিনোদন ডেস্ক :

ভারতীয় সব সিরিয়ালে কুটিল দৃশ্য বা ভিলেন চরিত্র থাকেই। তবে এবার আইন করে ভারতীয় সিরিয়ালে এসব চরিত্র বা একাধিক বিয়ে দেখানো বন্ধ করতে যাচ্ছে ভারত। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা করেছে, ছোট পর্দায় আর কুটিল দৃশ্য বা খলনায়িকা চরিত্র দেখানো যাবে না। এতে সমাজের বহু মানুষের মনে কুপ্রভাব পড়ছে। এর ফলে বাড়ছে পারিবারিক অশান্তি। এ জন্য ১৯৯৪ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নোটিস জারি করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি সোনিকা খট্টর। বাংলা বা হিন্দি ধারাবাহিকে যে শাশুড়ি-বউমার ঝগড়া থেকে শুরু করে মেরে ফেলার পরিকল্পনা পর্যন্ত দেখানো হয়। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন মাধ্যমে আপত্তি তোলা হচ্ছিল। সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও বিরোধিতা করে আসছেন এর বিরুদ্ধে। এই ধরনের বিষয় দেখানো বন্ধ হওয়া উচিত উল্লেখ করে তাদের দাবি, এগুলো সমাজের বহু মানুষকে খারাপ ভাবনায় প্রভাবিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *