ভারতের রূপঙ্করের সুরে বাংলাদেশের বদরুল হাসানের ৬ গান

ভারতের রূপঙ্করের সুরে বাংলাদেশের বদরুল হাসানের ৬ গান

নিউজ ডেস্ক :

ভারতের প্রখ্যাত শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচীর সুর-সঙ্গীতে ৬টি গান গেয়েছেন বাংলাদেশের কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। ওয়ালিদ আহমেদের লেখা এই ৬টি গানকে একত্রিত করে শিল্পী প্রকাশ করেছেন তার তৃতীয় একক অ্যালবাম ‘কি নামে ডাকি তোমায়’। আর অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে।

এসময় প্রকাশনা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন ভারতের শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচী। এছাড়া অতিথি হিসেবে ছিলেন নাট্য ব্যাক্তিত্ব আবুল হায়াত, সুরকার শেখ সাদী খান সহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা এসময় আনুষ্ঠানিক ভাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা অনুষ্ঠানের শেষে কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে অ্যালবামটি সাদামাটার ইউটিউব চ্যানেল ও সকল মোবাইল অ্যাপে মুক্তি পাচ্ছে। অ্যালবামের গানগুলো হলো- বলোনা কি নামে ডাকি তোমায়, তুমি বদলেছ বলে, তোমার অভিমান, তুমি কেন এলেনা, তোমারি নামে ও আজ আকাশের মন।

উল্লেখ্য, বদরুল হাসান খান ঝন্টু নিয়মিতভাবে টিভি, বেতার ও মঞ্চে গান করে যাচ্ছেন। সঙ্গীতের জন্য তিনি ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাওয়ার্ড (বিএমজেএ) এ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *