ভালিমাই : মুক্তির আগেই আয় ১৮৪ কোটি

ভালিমাই : মুক্তির আগেই আয় ১৮৪ কোটি

অনলাইন ডেস্ক :

ঘোষণার তিন বছর পর দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ২৪ ফেব্রুয়ারি ভারতীয় সময় ভোর ৪টায় প্রথম শো হয় তামিল মেগাস্টার থালা অজিতের সিনেমা ‘ভালিমাই’-এর। ৯৩২ দিন পর বড় পর্দায় ফিরে বক্স অফিসে চমক দেখিয়েছেন তামিল মেগাস্টার অজিত কুমার। তাঁর বহুল প্রতীক্ষিত ‘ভালিমাই’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে আয় করে ৭৬ কোটি রুপি, আর দেশের বাইরে ২০ কোটি রুপি। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির দিনে দক্ষিণে এ সিনেমা সংগ্রহ করেছে ৩৪.১২ কোটি রুপি। দ্বিতীয় দিনেও থেমে নেই অজিত-ঝড়, সংগ্রহ ২৩ কোটি রুপি। সে হিসাবে দুদিনে দক্ষিণে এ সিনেমার সংগ্রহ প্রায় ৫৭.১২ কোটি রুপি। ‘ভালিমাই’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। তামিলনাড়ুতে এ সিনেমার থিয়েটার-স্বত্ব বিক্রি হয়েছে ৬২ কোটি রুপিতে। কেরালা ও কর্ণাটকে স্বত্ব থেকে এ সিনেমার সংগ্রহ করেছে যথাক্রমে ৩.৫ কোটি ও ৫.৫ কোটি রুপি। মুক্তি-পূর্ব এ সিনেমার ব্যবসা হয়েছে ১৬১ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ১৮৪ কোটি টাকার বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *