বিনোদন ডেস্ক :
ছোট পর্দার অনেক তারকাশিল্পী এরমধ্যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছেন। কেউ কেউ ওটিটিতে বেশ প্রশংসাও পাচ্ছেন। কিন্তু এদিকে পিছিয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ওটিটিতে এখনো তার নাম যোগ হয়নি। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ওটিটির জন্য ভালো গল্পের কোনো কাজের প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখবো। এই মাধ্যমে কাজ করবো না তা কখনো বলিনি। নতুন মাধ্যমে নতুন কিছু নিয়েই আসতে চাই। এজন্য সময় নিচ্ছি। ভালো গল্পের প্রস্তাবের অপেক্ষায় আছি। আমার কাছে কাজটাই মুখ্য, মাধ্যম নয়। তাছাড়া নাটক নিয়েই অনেকটা সময় ব্যস্ত থাকতে হয়। আমার কাছে দর্শকের ভালোবাসাই বড় প্রাপ্তি।